X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

১০ সাংবাদিককে ফেলোশিপ দিলো ট্যুরিজম বোর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০১৭, ১৬:৪০আপডেট : ৩০ জুলাই ২০১৭, ১৬:৪৭

ট্যুরিজম বোরেন্ডর ফেলোশিপ অনুষ্ঠানে মেনন পর্যটন বিষয়ে প্রতিবেদনের জন্য এ বছর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ১০ জনকে পর্যটন সাংবাদিক ফেলোশিপ দিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। রবিবার (৩০ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের হাতে ফেলোশিপের সনদ ও সম্মানি তুলে দেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘পর্যটন বিকাশে সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের মাধ্যমে দেশের মানুষের মধ্যে সচেতনতা তৈরি সম্ভব। সাংবাদিকরা পর্যটনের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরেন।’

পর্যটনমন্ত্রী বলেন, ‘পর্যটনে আমরা বিনিয়োগের অভাব অনুভব করছি। এ খাতে বিনিয়োগ হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। ভারত, মালায়শিয়া সরকারিভাবে বিনিয়োগ করছে, দেশের ব্র্যান্ডিং এ কাজ করছে। আমরা সে ক্ষেত্রে পিছিয়ে আছি। বিনিয়োগের নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বলেছি। বিভিন্ন মেগা প্রজেক্ট নিয়েছি, সেক্ষেত্রে ট্যুরিজমে মেগা প্রজেক্ট নেওয়া সম্ভব। যথাযথ ব্যবস্থা নিতে পারলে অর্থনৈতিকভাবে গার্মেন্টের কাছাকাছি পৌঁছে যাব।’

পর্যটনমন্ত্রীর কাছ থেকে ফেলোশিপ নিচ্ছেন বাংলা ট্রিবিউনের চৌধুরী আকবর হোসেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. নাসির উদ্দিন বলেন, ‘বাংলাদেশের ট্যুরিজম এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকদের সমালোচনায় আমাদের সহায়তা হবে। পর্যটনকে মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ বছর ফেলোশিপের জন্য ২৬টি আবেদন জমা হয়। এর মধ্যে দশ জনকে ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপ পেয়েছেন— বাংলা ট্রিবিউনের চৌধুরী আকবর হোসেন, ঢাকা ট্রিবিউনের ইশতিয়াক হোসাইন, বৈশাখী টিভির রিতা নাহার, বাংলাদেশ টেলিভিশনের শফিউল্লাহ সুমন, বণিক বার্তার মনজুরুল ইসলাম, দা ইন্ডিপেন্ডেন্টের তারেক মোরতাজা, আর টিভির জুলহাস কবীর, ডেইলি সানের সোহেল হোসেন পাটওয়ারি, এসএ টিভির নিয়ামুল সাদেক ও চ্যানেল ২৪ এর সাদ বিন শফিক।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পর্যটন) মো. ইমরান, ট্যুরিজম বোর্ডের পরিচালক নিখিল রঞ্জন রায়, মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) পরিচালক তৌফিক রহমান, সদস্য সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, ট্যুরিজম বোর্ডের জনসংযোগ কর্মকর্তা আকতার হোসেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি নাদিরা কিরণ, সাধারণ সম্পাদক তানজিম আনোয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএমএ/

আর পড়ুন
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ‘দায়িত্ব জ্ঞানহীন’

বিনিয়োগ ও বাণিজ্যের অন্যতম বাহন ট্যুরিজম: পর্যটনমন্ত্রী

পর্যটন খাতকে গুরুত্ব দিচ্ছে সরকার: মেনন

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা কারাগারে
স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা: গোপালগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা কারাগারে
ইরানের বন্দরে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
ইরানের বন্দরে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
নেপালে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান
নেপালে ‘জিনিয়াস অ্যাওয়ার্ড’ পেলেন সাংবাদিক কায়সার হামিদ হান্নান
সৌদি আরবকে এশিয়ার তৃতীয় সেমিফাইনালিস্ট উপহার দিলো আল নাসর
সৌদি আরবকে এশিয়ার তৃতীয় সেমিফাইনালিস্ট উপহার দিলো আল নাসর
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়